“চিতার দহন”
–:: প্রণতি ভৌমিক::–
শেষ রাতে শোকের আগুনে পোড়া
চিতার বুকের থেকে উঠে আসে দীর্ঘশ্বাস।
মরা চাঁদ, পোড়া গন্ধ, রাতের খেচর
দীর্ঘশ্বাস বয়ে নিয়ে যায় শ্মশানের কোনায় কোনায়। Pচিতা পড়ে থাকে নির্বিকার
যন্ত্রণার জ্বালা বুকে নিয়ে।
এই বুকে কত কষ্ট ধারণ করেছে,
কেউ বা প্রেমের দাহে দাহিত হয়েছে,
কারো দেহ হতাশার আগুনে পুড়েছে।
সব জ্বালা বুকে নিয়ে জেগে থাকে চিতা
শ্মশানের বুকের উপর নির্লিপ্ত নির্বিকার।।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆