“চাঁদের গল্প”
–:: বৌধায়ন ঘোষ (বয়স ৬) ::–
চাঁদ আসে চাঁদ যায় –
তারা আসে তারা যায়।
চাঁদের আলো ঢোকেনা
আমাদের বাড়ি।
চাঁদ তারা থেকে এত বড় কেন –
তোরা বলতে পারিস?
চাঁদ অনেক কাছে আমাদের
কিন্তু তারারা অনেক দূরের।
তারা এত দূরে কেন
তোরা বলতে পারিস?
মঙ্গল গ্রহ তোদের থেকে
আরো অনেক বড়ো।
মঙ্গলগ্রহের ছবি আমি দেখেছি
তোদেরও দেখেছি।
আজ তবে চলি তারা আর চাঁদ
আবার গল্প হবে কখনো।।
৲৲৲ooXXoo৴৴৴