“গোলক ধাঁধা”
–:: মৃনাল কান্তি বাগচী ::–
(BDO, Durgapur)
আকাশ দূষন, বাতাস দূষন
দূষন ভূ-প্রকৃতি
সবচেয়ে বেশী দূষন
মানুষের মানবিক প্রবৃত্তি।
নিজের হীন স্বার্থের জন্য
কি করছেনা মানুষ?
স্নেহ,ভালোবাসা, নৈতিকতা
হয়েছে আজি ফানুস।
মুখেতে চলছে বড় বড় কথা
ভালোবাসা ও মানবিকতার ফুল ঝুড়ি,
কার্যক্ষেত্রে সবই অষ্টরম্ভা
সবই শূন্য, শূন্য, শূন্য থুড়ি।
নাট্যমঞ্চে সুনিপুন অভিনয়ে
পাওয়া যায় হাততালি
কি হবে সুনিপুন অভিনয়ে
বিপদের দিনে যদি থাকে হাতখালি?
কাজের থেকে ভড়ং বেশী
ফাঁকা আওয়াজ খালি
এই করে চলছে বেশ
যদিও মানবিকতার শূন্য একেবারে ডালি।
সমাজ সংসার ভরে গিয়েছে
আত্মকেন্দ্রিকতার মানসিকতায়,
কোনটি ভালো, কোনটি খারাপ
বুঝতে না পেরে মানুষ পড়েছে গোলক ধাঁধায়।।
———- +++++++ ———-
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে যে আমার মাটি,
এই জগৎটা হয়েছে দূষিত
নেইকো তো আর খাঁটি।।
অসাধারণ কবিতা 💐💐💐