“কল্পনার আকাশে”
–:: প্রবীর দাশগুপ্ত ::–
যা গেছে তা যাকনা
তাই নিয়ে ভেবো না
হয়তো যাবার ছিলো
তাই সে চলে গেল
আসবেনা ফিরে আর সেই দিন
স্বপ্নে ভরা স্বপ্ন রঙিন
থাকবে শুধু স্মৃতিটুকু
দুফোঁটা অশ্রু শুধু
তাও যাবে শুকিয়ে
নিরাশার বালুচরে
ভাবতে ভাবতে একদিন
তুমিও যাবে চলে।
–ooXXoo–