“ইন্টারভিউ”
–:: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ::–
কালরাতে স্বপ্ন দেখেছি
আমি হয়েছি সাংবাদিক
পথে যেতে যেতে
হঠাৎ দেখা হল
ঈশ্বরের সাথে।
আমাকে দেখে মুচকি হাসলেন।
আমি তো প্রভুকে সামনে পেয়ে
আহ্লাদে তাঁকে প্রণাম করলাম।
আমার ক্যামেরা টা দেখিয়ে বললেন
ছবি তুলবে না।
আমি তাঁর ইন্টারভিউ নেবো
বলতেই তিনি রাজি।
প্রথমেই ওনার নাম জিজ্ঞাসা করলাম।
ব্যস!ফ্যাসাদ বলে ফ্যাসাদ।
অগ্নিশর্মা হয়ে আমাকে
পুড়িয়ে দিলেই গেছি।
উনি বললেন আমার অনেক নাম।
তোমাদের মর্তবাসীরা নাম নিয়ে
তাণ্ডব করে নিজেদের মধ্যে।
আমি ব্যাপার টা লাইভ টেলিকাস্ট করলাম
পরে বুঝলাম ওটা স্বপ্ন ছিল।
–●●◆【∆■∆】◆●●–