“রোবট নয়তো সেনাদের আছে মন! মৃত্যু শিয়রে আসবেনা ক্রন্দন?”
–:: প্রেমাঙ্কুর মালাকার ::–
বাসে চেপে যায় চিনের তরুণ
সৈনিক একদল-
চিৎকার করে গানও গাইছে
কারো কারো চোখে জল!
ভিডিও প্রকাশ তাইওয়ানের
সংবাদ মাধ্যমে;
তামাম বিশ্বে হই চই৷ শুরু
তারপর ক্রমে ক্রমে।
ওই সেনাদের লাদাখে পাঠাবে
দাবী ওঠে সংবাদে-
তরুণ সেনারা মহা আতঙ্কে
হাউ হাউ করে কাঁদে!
ভারতেও এই বিষয়টি নিয়ে
চর্চা হয়েছে শুরু;
ভারতীয় সেনা শীতেও লাদাখে
বুকে নেই দুরুদুরু!
অগত্যা মাঠে চিন নাবিয়েছে
সংবাদ মাধ্যম –
“ভিডিও আসল ভাবাবেগে সেনা
ক্রন্দনে দমশম!”
“সেনারা কেঁদেছে প্রিয়জন দেখে
বিরহের ক্রন্দন!”
ভিডিও বলছে,”বিদায় জানাতে
ছিলো নাতো লোকজন!”
সেনারা মানুষ রোবট তো নয়
আছে অনুভূতি মন;
মৃত্যুর মুখে ছুঁড়ে দেয়া হলে
আসবেনা ক্রন্দন?
ভারতে লাদাখে টিবেটান সেনা
ওখানেই বসবাস ;
মাইনাস শীতে চিনা সেনা গেলে
ওদের ফিরবে লাশ!
¤●¤●¤●¤●¤●¤