“বাঁচার লড়াই”
–:: প্রণতি ভৌমিক ::–
শোক দগ্ধ বটগাছটা ক্রমাগত
মাটি আঁকড়ে ধরতে চারদিক থেকে
তার ঝুড়ি নামাতে থাকে।
উচ্ছেদের ভয়ে ঝুড়ির ডালে
নিজেকে লুকিয়ে রাখতে চায়।
প্রতিদিন একটা একটা করে
বয়স্ক বাড়িগুলোকে যেভাবে
যন্ত্রদানব গুঁড়িয়ে দিচ্ছে মাটির সাথে।
নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার
শত চেষ্টা হার মানছে দানবের কাছে।
বৃদ্ধ বটগাছটা আজ তাই অস্তিত্ব রক্ষার
লড়াইয়ে নেমেছে সমস্ত শক্তি দিয়ে।
শাখায় শাখায় হাওয়ার ভিতরে দিয়ে
ছড়িয়ে দিচ্ছে তার প্রতিবাদের ভাষা।
¤●¤●¤●¤●¤●¤