“নক্সীকাঁথা”
–:: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ::–
একটা নক্সীকাঁথা বুনবো
যেমন করে সাজু বুনেছিল
রূপাই কে না পাবার বিরহগাথা।
আমিও তেমনি করে
বুনে যাবো নক্সীকাঁথা।
চিরবিরহী মানব হৃদয়
দুঃখের দাবানলে
পুড়ে মরে যুগ থেকে যুগান্তরে।
একটা নক্সীকাঁথা বুনবো
যাকে পরশ করলে
তোমরা শুনতে পাবে
আমার ব্যথিত হৃদয়ের কান্না।
যেমন করে কূলবধূ রাই
হৃদয়ে শুনেছিল
শ্যামমন পাখির ডাক।
তেমনি কিছু থাকবে
নক্সীকাঁথাখানায়।
যখন চিরশান্তির ঘুমে
ঢলে পড়বে এই
বিরহ আগুনে দগ্ধ শরীর
তখন কাঁথাখানা মেলে দিও।
বিগত জীবনের প্রেম
জড়িয়ে থাকবে আমার শবদেহ।
¤●¤●¤●¤●¤●¤