“ক্ষ্যাপা”
–:: ডঃ কিশোর বিশ্বাস ::–
ক্ষ্যাপা ব্যথা ছাড়া কী আর পাবি ওরে
অন্ধ যে তোর আঁখি তারা
কে পর আর আপন কারা
একে একে ভাবিস যে দুই
তেঁতুল পাতায় সবাই যে শুই
দেখনা ভাবের ঘরে।
ক্ষ্যাপা ব্যথা ছাড়া কী আর পাবি ওরে।।
প্রেমে যখন পাগল হবি
তখন হিসাব দেখতে পাবি
শুন্যকে তুই শুন্য ভাবিস
কামনা তোর জমিয়ে রাখিস
দাঁড়িয়ে আছে সে জন যে তোর দ্বারে।
ক্ষ্যাপা ব্যথা ছাড়া কী আর পাবি ওরে।।
মিলছে সবাই সেই মেলাতে
হিসাব বিহীন এই বেলাতে
যারে খূঁজিস সকাল সাঁজে
সে জন আছে বুকের মাঝে
জগৎটা যে একটা হাতের পরে।
ক্ষ্যাপা ব্যথা ছাড়া কী আর পাবি ওরে।।
¤●¤●¤●¤●¤●¤