!! শুভ পরিণয় !!
✍ অনিমেষ
মেঘের পালকি চড়ে
আকাশ এসেছে মোহনায়,
দিগন্তরেখা ছুঁয়ে
সাগর মিলিয়ে দেবে নদীর সাথে,
কথা ছিল এমনই।
আকাশ বেসেছে ভালো নদীকে,
তাই মায়াবী আলোয় সাজে সে,
নদী সাজে আকাশের ভালোবাসার রঙে,
হৃদয়ে তার আকাশের জলছবি।
চোখ ভরে নদী দেখে আকাশকে,
রোজ মন্ত্রমুগ্ধের মতো,
যেন কতকালের চেনা।
বাষ্প হয়ে মিশে যাওয়ার
তীব্র আকুলতায়,
অথবা অনন্ত হতে
বিন্দু বিন্দু সৃষ্টির মতো।
আকাশও চেয়েছে নীচে অনিমিখে,
দীর্ঘ প্রতিক্ষায়।
দুপাশে চরের সাথে আত্মীয়তা যতো,
ছেড়ে সব নদী চলে সাগরের দিকে,
উন্মনা, শান্ত, নির্ভয়।
ভেজা ঘন বালি ঘাস প্রান্তর,
জানায় বিদায়,
বলে ভালো থেকো,
হয়তো হবে না দেখা
আর কোনদিন।
হাতে হাত দিগন্তরেখায়
নদীতে আকাশে,
সাগরের পৌরহিত্যে সূর্যরঙা সিঁদুরে
নদীর সিঁথি রাঙালো আকাশ।
লজ্জায় লাল নদী আবীরের রঙে,
আকাশকে পরালো সে মেঘফুলমালা,
সূর্য সাক্ষী রেখে মিলনের পালা,
মিশে যাওয়া দুটি হৃদয়।।
○●○●○●○●○