“ইহকাল পরকাল”
-:: রণজিৎ মন্ডল ::-
কোথায় এলাম কোথায় যাবো
কোথায় রবো কাল,
জানে না কেউ কার যে হবো
কে ধরিবে হাল।
আমার হাতে থাকতো যদি মৃত্যুর
পরকাল,
কখনো কি ছাড়তাম তোমায় ছাড়তাম
ইহকাল!
মৃত্যুর পরে আবার যদি ফিরে
আসা যেত,
ভয় পেতাম না মরতে আমি,
মরতাম তখন কত!
আসতাম দেখে পরকালের
জায়গাটা কেমন,
ব্যাথা পেলেই যেতাম চলে
আসতাম ফিরে তেমন!
যোমের বাড়ী আমার বাড়ী
এক হত তখন,
এই ইহকাল, যত জঞ্জাল
হত মনের মতন!
ইহকালের যন্ত্রনা যে সহ্য
করাই দায়,
চল পরকালটা দেখেই আসি
কে যাবি রে আয়!
◆◇◆◇◆◇◆