“আনন্দ আগমনী”
–:: রণজিৎ মন্ডল ::-
শরতের আকাশে আজ
মায়ের আগমনীর সাজ।
সেজেছে নীল আকাশ – সাদা মেঘের ভেলায়,
মায়ের আলতা রাঙা পায়ের অরুন আলোর মালায়।
দিকে দিকে সোনালি
সূর্যের আলোক রশ্মী,
যেন বিচ্ছুরিত আলোকিত এক
অপরূপ সৌন্দর্য্যের মায়ায়।
সবুজে সবুজে – প্রকৃতি সেজেছে,
নতুন ফুলের – কুড়িতে গাছ ভরেছে,
ধ্বনিত হচ্ছে মনের বীনার তারে, তারই পদধ্বনি,
গুন গুন সুরে ধেয়ে আসা ভ্রমরের পাখায়।
মা আসছে, কৈলাশ হতে মর্তে
তারই জন্ম ভিটায়।
নদী পাহাড় বন রাঙিছে মানুষের মন,
দূঃখ বেদনায় আছে যে জন, আজি এ আনন্দ ধারায়
ভুলিয়াছে সব মাকে করিতে বরন।
বিষাদের সুরে বাজিলেও বীনা,
আনিবে নতুন ভোর, করিয়া হাত জোড়,
ডাকি তারে, এসো মা আবার ভরাও
নতুন করে নতুন ভোরের আলোয়।
○●○●○●○●○●○