“দেবীপক্ষ”
–:: ড: বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ::–
প্রথম ঊষার গায়ে লিখে রাখি ঋণ
লিখে রাখি শুশ্রূষার বিবিধ প্রণালী
পৃথিবীমাতার কোল তবু হয় খালি
অথচ প্রভাতে দেখি প্রকৃতি রঙিন
করোনাআক্রান্ত বিশ্ব করুণার টিকা
দেবীপক্ষে লেখে তার নিজস্ব কবিতা
○●○●○●○●○