// আগমনী //
✍ অনিমেষ চ্যাটার্জী
নদীর চরে কাশের দোলা
খড়ের ওপর মাটি
শিউলি ফুলের ঘুম ভেঙেছে
ঢাকে পড়লো কাঠি।
আয় মা উমা দুগ্গারানী
বেলা বয়ে যায়
আনতে তোরে বাপে মায়ে
মেঘের ভেলা ভাসায়।
সঙ্গে আনিস কার্তিক গণেশ
লক্ষ্মী সরস্বতী
বাহন সাথে দশভূজে মা
করিস মহামারীর গতি।
মঙ্গল ঘট সাজিয়েছি মা
পেতেছি তোর আসন
আগমনী সুরে বিল্বমূলে
মা তোরই আবাহন।
◆◇◆◇◆◇◆