“সব ভেসে গেলো জলে! জীবন কিভাবে চলে?”
–:: প্রেমাঙ্কুর মালাকার ::–
ফরাক্কা বাঁধ ছড়ানো ছিঁটোনো
গ্রাম গুলো আশেপাশে –
একে একে গ্রাম তলিয়ে যাচ্ছে
গঙ্গা নদীর গ্রাসে!
‘ধানগড়া’ আর ‘কুলিদিয়া’ সাথে
পুরাতন ‘শিবপুর’;
মানচিত্রেও নাম থাকবেনা
কেটে গেলো তালসুর!
ভাঙন ওদের নি:স্ব করেছে
প্রাণটুকু সম্বল ;
এই দুর্দিনে কে দেবে ওদের
ক্ষুধার অন্নজল?
ভাঙন তালিকা দীর্ঘ হচ্ছে
‘মন্ডল পাড়া’ শেষে-
রাক্ষুসী নদী ফুঁসছে সমানে
অচিরেই যাবে ভেসে!
কংক্রিটে গড়া গঙ্গার তীরে
বড়ো বড়ো ইমারত ;
গঙ্গা-ভাঙনে তলিয়ে যাচ্ছে
প্রায় খড়কুটো বৎ!
গ্রামের মানুষ দৃশ্য দেখছে
দুই চোখ ভরে জলে!
সব ডুবে গেলো এখন ওদের
কিভাবে জীবন চলে?
—ooSSoo—