“মেয়ে বিক্রির টাকা -নয়া বাইকের চাকা!”
–:: প্রেমাঙ্কুর মালাকার ::–
খবর পড়েই মন বিষিয়েছে
কোথায় চলেছে দেশ?
মেয়েকে বিক্রি করেই বাবামা
ফুর্তি করছে বেশ!
এক লাখে মেয়ে বিক্রি করেই
পনেরো হাজারে ফোন;
বাইক কিনেই বদলে ফেলেছে
জীবনের রিঙটোন!
ব্যাঙালোরে মেয়ে জন্মের পরে
বিক্রি তৎপরতা ;
সফল হয়নি হাসপাতালের
ছিলোযে সতর্কতা!
সেই দম্পতি টিক্কাবান্না
তিনাকালে ফিরে গ্রামে;
তিন মাস মেয়ে বিক্রি করলো
এক লাখ টাকা দামে!
গ্রাম বাসীদের জাগে সন্দেহ
মেয়েকে দেখেনা কেহ;
বাইক কিনেছে হাতে দামী ফোন
দৃঢ় হয় সন্দেহ!
পুলিশের কাছে খবর দিয়েছে
গ্রামবাসী এইবার ;
মামাচানাহালি সেই গ্রাম থেকে
শিশু হয় উদ্ধার।
বাপ পলাতক শিশুর মাকেই
পুলিশের গ্রেফতার ;
মহিলা জানায় স্বামী যে হুমকি
ওকে দিতো বার বার!
জননী জনক দোনো অপরাধী
অতিশয় নিষ্ঠুর!
কন্যা বেচেই বাঁচতে চাইছে
ফুর্তিতে ভর পুর!
—০xxXXxx০—