“গান মতি”
–:: অমিত ব্যানার্জী ::–
ও.. সজনা গাঁয়ের মতি নাকি
সজনা গাঁয়ের সতী
মনসা ঝোপের তলে বসে
আমি যে তোর পতি রে
আমি যে তোর গতি
ই..হাঃ..
হঁড়হঁড়ায়ে ক্যেইনে যাস
ফঁরফঁরায়ে পলাইন যাস
মনসা থানে একবারটি
হোঁচট খেঁইয়ে যা
মনসা ঘাটে শেতল পানি
ছৈলকে ফেলে যা রে
কলসী ভেইঙে যা
উ..হু….
ও..সজনা পারের সতী নাকি
মন না মতি
তুয়ার সঙ্গে সাদি হলে
কোন সমুন্ধির ক্ষতি রে
কোন বাপের নতি
ও..হাঃ ..
সজনা রাতের জোনাক তু্ই
সকাল সবুজ পাতা
খাজনা দিবো জীবন ভর
এই দিব্বি মাথা রে
কর জামাই কথা
উম..হুম…
হেই..মনসা ঘাটে দুল হাঁরাইয়ে
একলা খুঁজে যা
পিছলা ঘাটে ডর বুকে
হাত জড়ায় যা রে
ছোঁয়া দিয়ে যা….
ও…. সজনা বুকের মন কথা
আজ বলে যা…..
◆◇◆◇◆◇◆◇◆