// কাঁটা তারের বেড়া //
———————————
–:: ধনঞ্জয় সাহা ::-
জানা নেই,পরমুহূর্তে কি আপেক্ষা করছে?
রত্রি শেষে আসবে কি আগামীকাল,-
না, নব জন্ম জীবনের?
মৃত্যু উপত্যকার বাসিন্দা
আনমনে খুঁজছিল-
তার যৌবনের জন্মদিন।
কবে এসেছিল?
দখিনা গায়ে মেখে
তাজা গোলাপের ঝকঝকে উন্মাদনায়,
পাহাড়ী ঝর্নার মতো আছড়ে পড়েছিল লাল হৃদপিন্ডে ;
উষ্ণতার পারদ চড়েছিল শিরা-ধমনীর গা বেয়ে।
মুহূর্তে সব অন্ধকার
তালিম, কসরত্, প্রতিজ্ঞা
দেশ মাতৃকার অঞ্চলে প্রহরারত জেদী প্রাণ –
এখন একতাল মাংসপিণ্ড,
মাটিতে হয়তোবা নড়ছে; –
এটা কি?
সহযোদ্ধাদের সংঘবদ্ধ হওয়ার ইশারা,
একি
আরও কঠিন লড়াইয়ের ইঙ্গিত ।।
◇◆◇◆◇◆◇◆◇◆◇