ঃঃঃঃ”করোনা”ঃঃঃঃ
***********
–:: শিব প্রসাদ হালদার ::–
মারণ ব্যাধি করোনায়
বিশ্ব কাঁপে তাড়নায়
দেশ বিদেশে মৃত্যু মিছিল
করোনায় ওষুধ অমিল
আতঙ্কে কাটছে দিন
ঘোর বিপদের সন্মুখীন
করোনায় করছে গ্রাস
বিশ্বজুড়ে জাগছে ত্রাস
চারিদিকে হাহাকার
গৃহে বন্দী-বন্ধ দ্বার
লকডাউনে নাভিশ্বাস
থমকে গেছে সব উচ্ছ্বাস
বাঁচতে গিয়ে চেষ্টা সবার
হচ্ছে সবাই জেরবার—
যাবে কেটে বিপর্যয়
থাকবে না আর মনে ভয়
এই পৃথিবী শান্ত হবে
আসছে বুঝি সেদিন কবে!
———–XX————