“এস স্বাধীনতা”
○●○●○●○●○
বুলবুলি ব্যানার্জী
(অধ্যাপিকা, হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়)
স্বাধীনতা মানে কি সেটা এস খুঁজে নিই
দিবস টা তারপর মানবো
পরাধীন মানেটা খুব সোজা
যেটা মেনে তুমি আমি চলছি
অন্যের ভাবখানা হাসিমুখে ভাবছি
অন্যের পোষাকে এই দেখো সাজছি
অন্যের খাবারে বড় স্বাদ
দাম বেশী তাতে কি
স্বদেশের বাইরে ব্র্যান্ড টাই জরুরি
বিদেশে চাকরি পেলে! কেয়াবাৎ বলছি।
দেশটার জল মাটি ছুঁয়ে দেখ
ওখানেই তুমি আছ
স্ব কথাটা জেগে থাকে অন্য আমিত্বে
যেটা আছে সবাকার শুভবোধে
অন্যায় প্রতিরোধে মানবের সেবাতে
মানবিক গুণ গুলো সব আছে ওইখানে
তাহার অধীন হলে তবে তো স্বাধীন হবো
স্বদেশ তো সেই দেশ যে দেশে একটাই সূর্য
স্বদেশ তো সেই দেশ যেখানে ভালোবেসে
একমনে একপ্রাণে জেগে থাকে একটাই সত্য।
তিনরঙা পতাকা উড়িয়ো না বুকে রাখ
নির্মল সবুজে বৈরাগী রঙ মাখো চাওয়াতে
চক্রের মহাকালে তবেই তো স্বাধীনতা আসবে।
○●○●○●○●○