“আড়াল”
–:: উজান উপাধ্যায় ::–
আমাকে আড়াল দেবে পৃথিবীর গাছ..
তোমাদের কাছে এ আমার শেষ প্রার্থনা…
আমার দুঃখ খুব দামি.. ওদের লুকোতে চাই আমি..
দেবে, বলো একটু আশ্রয়..
তোমরা ফিরিয়ে দিলে নদীদের কাছে যাব…
ওরাও ফেরালে পাখিদের ঠোঁটে করে
খড় ও কুটোর মতো উড়ে যাব..
আমার দুঃখ খুব দামি..
ওদের লুকোতে চাই আমি।
হয়তো ভেবেছে কেউ .. এসব তুচ্ছ, ম্লান..
ছুঁয়েই দেখেনি..
আমি ছুটে গেছি..পাগলের মতো উলটেছি পালটেছি..
শুধুতো শুনতে চেয়েছি ওর স্পর্শের গান..
ও গাছ..একবার ডেকে নাও..
আমাকে আড়াল দাও..
মৃত্যুর মতো আমার দুঃখরাও ভালোবাসা নিয়ে
পথিকের বেশে বারবার তার কাছে নতজানু হয়..
হয়তো বোঝেনি সেও..
ওষ্ঠের ওমে আমার সমস্ত প্রেম কিভাবে লুকনো..
ওহে গাছ..তোমার অক্ষমতা যদি কিছু থাকে..
ওকে নয় একবার বলো..
নদী পাখি আর তুমি বোঝালে নিশ্চয়ই..
ওর চোখে অন্তরাল পাবো।
ভাবো..প্রশ্নেরা থেমে গেলে প্রশ্নেরা অন্তহীন হয়..
ও গাছ..আমার দুঃখ থেকে প্রতিদিন একটি একটি করে
নতুন মহাকাব্যের আশ্চর্য জন্ম হয়।
◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆