“আমার প্রেম”
–:: ইন্দ্রাণী ব্যানার্জী ::–
আমার প্রেমকে
আমি নদী বলি
একটাই প্রেম
যেমন একটা নদী।
এঁকেবেঁকে ধাইবো
সাগর পানেই
দোষ নিও না
পাড় গুলো ছুঁই যদি।
জোয়ারের সাথে
থাকে ভাটার টান
অদৃশ্য এ টান
চাঁদ সূর্যের খেলা।
আর এই টান
কবিতা লেখার বেলা।
প্রেম মানে তাই
অনুভবে যা পাই
কখন কোথায়
পাই সুন্দর ছোঁয়া
আসল কথা
প্রেম তো একটাই
যেমন থাকে
একটি নামের নদী।
—-xx—-