“জরিমানা”
◆◇◆◇◆◇◆
–:: প্রাপ্তি মুখোপাধ্যায় ::–
সমস্ত বিচ্ছেদের জরিমানা
হিসেবের অনুগত নয়।
জানলার গায়ে পাঁচিল উঠলে
কারো নিরাপত্তা বাড়ে, কারো বুকের অসুখ।
যাপন আপডেটে হেডলাইনের নাম
আদতে মিথ্যে বা সাজানো বা ভুল।
দেয়ালের রংতুলি ,
সুমন্দ্র কলঘরে মৃদুমন্দ অশ্রুঘনস্নান,
আনা গোলাপের তোড়া
না-আনা বাসমতী বা ধূপ,
দাগধরা পিরিচটা তুলে রাখা-
সেলাইবাক্সে রাখা জামার বোতাম
সবেরই তো বিরহযাপন।
তোয়ালে আলাদা,অন্য চিরুনি টুথব্রাশ,
সমান্তরাল পাড়ে
তবুও কলসস্হিত নদী।
অযত্নে পুরনো হলে,অচিরেই ছিঁড়ে যেতে হয়,
ঘরদোরে কাঁটাতার লাগানোর চেয়ে
বাইরে বসত করা ভালো।
ভালো যদি না ও হয়, নিতান্ত দরকারি তবু।
কীসের নিরিখে হবে জরিমানা,
স্পর্শের দিব্যি আর ছোঁয়াচ বাঁচিয়ে নিয়ে
যেখানে দলিলদারী হয়…
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇