-:: প্রেম অন্তহীন ::-
কবি – শ্রী প্রবীর দাশগুপ্ত
যদি না দিন ফুরোতো – আঁধার কী এসে, থমকে দাঁড়াতো ?
ফিরতো কী পাখিরা কোনদিন ?
দিনের শেষে প্রতিদিন ?
উঠতো কী সোনালী সূর্য্যটা ?
ফুটতো কী ফুল প্রভাতে ?
গাইতো কী গান পাখিরা
গুন গুন গান কোনদিন?
ঝরা পাতা ঝরে গেলে আসতো কী বসন্ত কোনদিন ?
কারো মনে থাকতো কী
প্রেম অন্তহীন চিরদিন !
—– XX —-