“ধ্বর্ষিত সম্মান”
–:: রণজিৎ মন্ডল ::–
স্তাবকতা ছাড়ি কর শিরদাঁড়া সোজা,
স্তাবক পায় না সম্মান হয়ে থাকে তাহাদেরই বোঝা।
শ্রদ্ধা সম্মান ভিক্ষা করিয়া নয়,
নিজগুনে তাহা অর্জন করিতে হয়।
দুধে জল মিশাইছো ঠকাইতে কারে?
নিজেই ঠকিবে পাপের কোষাগারে।
যে ভক্তি, যে সম্মান, যে শ্রদ্ধা ধূলায় লুটায়,
অকুন্ঠ চিত্তে ধ্বংশ করিলে নিজ লজ্জাহীনতায়।
পুস্প ফুটিয়া আজি কেন অকালে ঝরিয়া যায়,
কেন নাহি পাও নিজেকে খুজিয়া
মহামারির বিভিষিকায়?
ভক্ত আজি শক্ত বড় হৃদয় হীনতায়,
শ্রদ্ধা হল ভুলুন্ঠিত শিক্ষার আঙ্গিনায়।
সম্মান যেন সম্পত্তি কারো প্রাপ্য আপন মালিকানায়,
বাকি সবাই খড় কুটো বানের জলে ভাসিয়া যায়।
—~~■■~~—