“তোমাকেই দিতে চাই”
–:: শ্রীসমীর চক্রবর্তী ::–
তোমার জন্য একটা গোলাপ খুব যত্ন করে রেখেছি, তোমার ঠোঁটের লালচে গোলাপি লিপস্টিকের রঙে, তোমার খোপার আগোছাল কেশ বিন্যাস, তারি মাঝে একটি কুঁড়ি , তোমাকে বেশ মানাবে হৈমন্তী।
তোমার চাহনিতে আমার বেসামাল মনটা বারবার ছুটে যায় হৃদয় গভীরে ছুঁতে চায় তোমার শরীরি ভাষা চপল চাউনি মিলনের আকুলতা, উৎসাহী মন তোমাকেই সম্বর্ধনা দেয় , চঞ্চল হৃদস্পর্শে বিদ্যুতের ঝলকানি।
শিশিরে শিশিরে রৌদ্রের ভালোবাসার দ্যুতি নিভৃতে গান গেয়ে ওঠে বুলবুল, অব্যক্ত প্রেম মদিরতায় নব সৃষ্টি সুখে জীবন গান রচিত হয় মায়াবী হেমন্তে, চঞ্চল হৃদয়ের উষ্ণতম শোধনাগার রক্তের বুদবুদ, গোয়ালন্দ তীরে।
স্টীমারের ভোঁ ভোঁ শব্দে, হৈমন্তী আমার শোনিতে রক্তের পরবশ কম্পন, তোমাকে তার পরশ দিতে চাই, প্রেম মুকুলের প্রথম কুঁড়ি, হেমন্তের প্রথম গান, তোমাকেই শোনাতে চাই, তবুও তুমি চাইলে না কাছে আসতে,
একটা গোলাপের কুঁড়ি দিতে চাই হৈমন্তী।।
—০০$$০০—