“কলঙ্কহার”
–:: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ::–
বিনোদবঁধুয়া কালা
কালোমানিকের মালা
পেতেছে মোহনিয়া ফাঁদ।
পাখি সেজে আসি
বলে ভালোবাসি
এ কেমন প্রেমছাঁদ।
পরাণপুতলি কাঁদে
পাখি বলে রাধে
কেমনে দেবো যে সাড়া।
রাধা রাধা বোলে
অধীর করে মোরে
কি যে করি দিশাহারা।
নয়নে উছলায়
অমৃত অশ্রু
এ যে কালাচাঁদপাখি।
আকুল করে
ব্যাকুল হিয়া
শ্রাবণ মেঘে ভরা আঁখি।
যাও পাখি যাও
মন উচাটন
করিও না তুমি আর।
সব লোকে কবে
কলঙ্কী এ রাধা
গলায় কলঙ্কহার।
—~oXXo~—