“অশনি সংকেত”
–:: রণজিৎ মন্ডল ::–
কিসের সংকেত আসিছে,
যেন দুহাজার বিশে আরো
বিশ এসে মিশিছে,
পৃথিবী আমার, এই প্রকৃতি
আমার, এই নদী সাগর পাহাড়
সবুজ বনের বাহার,
সবই যেন অট্টহাসি হাসিছে।
সবই যেন বিশের কবলে হাসফাস
অতিষ্ট, বিপন্ন অস্তিত্ব, মুক্তি চাই
মুক্তি চাই, কাঁদিয়া কাঁদিয়া কহিছে,
চাই না তোমাদের ভালোবাসা,
এতো ভালোবাসা কারো প্রাণে না সহিছে।
বন্ধুর বেশে শত্রুতা করি ধ্বংশ মোদের করিছে,
বিশে বিশে বিশ মিশাইয়া পৃথিবী ধ্বংশ করিছে,
তবু মুখে বলে বন্ধু আমি রাক্ষসি হাসি হাসিছে।
কতদিন আছে বাকি, কতদিন
বেঁচে থাকি, কত বিশ আর ঢালিবে মোদের বুকে,
কত সুন্দর, কত মধূর, কত মাধূর্য্য মুখে,
আলিঙ্গন করি কহিছে মোদের,
বিশ নয় যাহা করিছ পান, অমৃত শুধায় ভরিছে,
এই কি তুমি বন্ধু আমার, এই কি
ছিল মনে তোমার,
ভালোবাসিবার ছল করিয়া দানব আসিয়া,
তিলে তিলে সবার মারিছে!
অশনি সংকেত আসিছে, যতটুকু
পারো শুষিয়া নাও,
যতটুকু পারো লুটিয়া নাও,
যতদিন পারো বাঁচিয়া যাও,
সারা দেশ বিশে ভাসিছে।
ভাসিছে পৃথিবী বিশের সাগরে,
কার আছে হিম্মত মন্থন করে,
নীল কন্ঠ করি ধরিবে সে বিষ
কার দূঃখে কে কাঁদিছে।
অশনি সংকেত আসিছে,
যে আছে কাছে, না থাকে পাছে
মন তাই আজ কাঁদিছে।
অশনি সংকেত আসিছে।।
—–ooXXoo—–