“শেষ কৃত্যের আগে! শরীর ক্লান্ত লাগে!”
–:: প্রেমাঙ্কুর মালাকার ::-
করোনায় মৃত কোন শব দেহ
শেষকৃত্যের আগে-
স্বাস্থ্য কর্মী মাটিতেই শুয়ে
শরীর ক্লান্ত লাগে!
সেকি অমানুষী শারীরিক শ্রম
সারাদিন একরাশ!
পরনে পি.পি.ই.মুখোশে পারেনা
নিতে শ্বাস প্রশ্বাস!
তথাপি ওদের সইতে হচ্ছে
সামাজিক ঘৃণা রোজ;
পড়সিরা চায় তাড়াতে ওদের
পেশার পেলেই খোঁজ!
পুলিশি প্রহরা নিয়ে করা যায়
ভাড়া বাড়িতে কি বাস?
পড়শিরা বুকে যদি এঁটে রাখে
মানবিকতার রাশ?
করোনা বিদ্ধ এই ভারতের
ওরাই ভরোসা আশা;
ওরা নিরলস স্বাস্থ্য কর্মী
চায় শুধু ভালো বাসা!
সেটুকু আমরা দিতে পারবো না?
এতোই অমানবিক!
কেমন মানুষ?তাদের জানাই
ধিক ধিক শত ধিক!
—- XX —-