“মণিকোঠার মণি চুরি”
– শিব প্রসাদ হালদার –
গর্বিত অহঙ্কারের ঘরে লজ্জা!
এ লজ্জা জাতির চরম অপমান
পাবে কি খুঁজে কোথাও –
এ লজ্জা লুকাবার সামান্যটুকুও স্থান?
আমরা মর্মাহত!
রবীন্দ্র নোবেল আজ অপহৃত!
সারা বিশ্বে আজ আমাদের মাথা নত
আমরা শোকাহত!
কার এই জঘন্য নির্লজ্জ স্পর্ধা?
কে এই অপহারক?
কেন এই মর্মান্তিক লুন্ঠন?
কি তার অভিসন্ধি?
মিটবে কি তার নিদারুণ অভাবের অসহ্য যন্ত্রণা?
তবে কি সে স্বভাবের কাছে পরাভূত?
নাকি পরিকল্পিত কুমন্ত্রণা?
আমরা হতবাক – আমরা বিস্মিত!
হে পাষন্ড তস্কর – প্রতারক
ফিরিয়ে দাও
আমাদের দুর্লভ জাতীয় রবীন্দ্র স্মারক!!
— :: XX :: —