অথ গল্পকথা
—:: ইন্দ্রাণী ব্যানার্জী ::—
আড়ালে রয়ে গেছে
পৃথিবীর কিছু গল্প।
সেটাই এবার শোনাবো
ক্লাইমেক্স আছে অল্প।
সবগল্পে থাকবে না প্রেম
শুধুই মিলনগাথা।
রাহাজানি আছে
আছে প্রতারণা
না বলা গোপন কথা।
হাতছানি আছে
বিশাল বিপুল
ভ্রষ্টাচারের পথ।
বিয়োগব্যথায়
মনহারানোর
অদ্ভুত কেরামত।
যেসব গল্প
কেউ পড়ে নি কো
ছাপানো হবে না পাতায়
মুখের আড়ালে
মুখোশের খেলা
অথ গল্পকথায়।
—-