“ঘোড়ার ডিমের গপ্পো”
–:: উজান উপাধ্যায় ::–
আমি কি সময়কে নষ্ট করেছি নাকি সময় আমাকে?
একটি ছোট্ট প্রশ্নের ভিতরে ফুরিয়ে যাওয়ারা পুড়ে পুড়ে আরও প্রবলভাবে বড় হয়ে যাচ্ছে ইচ্ছায়….
ইচ্ছেরা আমাকে গড়েছে নাকি আমিই ইচ্ছেদের?
গোত্রহীন যারা তাদের স্তোত্র হলো পাত্রের মাত্রাহীন গভীরে ডুবে যাওয়া….
সময় আমাকে মারে রোজ নাকি আমিই মেরেছি তাকে?
সময়ের জন্ম দিতে গিয়ে, তার হাতে জন্মবিভ্রম….
ঈশ্বর প্রতারণা করেছে আমাকে।
আমি কিন্তু জন্মের আগে সবকিছু ভালোই ভেবেছি…
ঈশ্বর জন্ম দিয়ে ধ্বংস করেছে আমার প্রত্যয়।
যারা ঈশ্বরের কাছে দায়বদ্ধ তারা পড়ুন এই কবিতাটি, বাকিরা আগের মতোই ওকে খুঁজুন…
কাউকে খুন করতে হলে তার ঠিকানাটা আগে খোঁজা চাই….
—- XX —-