“ওহ কিতনা বদল গয়া ইনসান!”
–:: প্রেমাংকুর মালাকার ::–
করোনা আবহে পৃথিবী কাঁপছে
মৃত্যুর মহাধুমে !
রোজ কতো লোক ঘুমিয়ে পড়ছে
মৃত্যুর চিরঘুমে !
ওদের মধ্যে যারা বেঁচে ফেরে
স্বস্তি কোথায় মেলে ?
প্রিয়জনরাই ওদের দেয়যে
ঘরের বাইরে ঠেলে !
করোনা আবহে মানব মনের
ঘোর পরিবর্তন !
সেকি নিষ্ঠূর হয়ে ওঠে সব
পরিচিত প্রিয়জন !
মনের বীণায় ধিক ধিক জ্বলে
একাকীত্বের সুর !
একোন পৃথিবী ?সব ছেড়ে ছুঁড়ে
চলে যাই বহুদূর ।
হিন্দি গানের কলি মনেপরে
“না বদ্লা আসমান !”
করোনা আবহে “ওহ কিতনা
বদল গয়া ইনসান !”
— ::: XXX :::—