উপন্যাস লেখা
–:: ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় ::–
এবার কবিতা নয়
উপন্যাস ধরেছি।
আউশধানের উপন্যাস।
ভূমিকা টানা শেষ।
বীজধান বপন করেছি
সবুজে সবুজ ধানে
বয়ে যাবে হাওয়া।
বৃষ্টি আদরে হবে প্রসবিনী।
আউশের সাথে পৌষে
হবে মাখামাখি।
কিষাণ কে পিঁড়ি পেতে দিয়ে
বাটি ভরে নবান্ন দেবে কিষাণী।
মেঠো আলপথে লক্ষ্মী আসে
মুখে তার হাসির ঝিলিক।
আউশধানের বৃদ্ধি হলে
শেষ হবে উপন্যাস লেখা।
—০X-X০—