-:: যাযাবর পাখি ::-
লেখক – প্রবীর দাশগুপ্ত
ভেসে যায় কতো মেঘ
অজানা কতো দেশে ।
কতো পাখি দেয় পাড়ি
আসে কী ফিরে শেষে ?
কে পারে বলতে
কোথা যায় হারিয়ে ?
হয়তো অসীমের সীমানায়
কেউ আছে দাড়িয়ে।
কত কথা , কত ব্যথা
জমে আছে প্রানেতে
নেই তার শোনাবার
জমে থাকা ব্যথা ভার।
যাযাবর পাখি তাই
নেই তার ঠাই নাই।
আছে তার দুটি ডানা
উড়ে যেতে নেই মানা।
কে রাখে তার খোজ
হারায় যদি রোজ রোজ
ফিরে এলে মনে হয়
এতো সেই যাযাবর, পাখি — নয়?
–~০০০XX০০০~–