কালের করাল গ্রাসে
—:: প্রণতি ভৌমিক ::—
সব কিছু দূরে সরে যাচ্ছে – কালের করাল গ্রাসে
অনেক অনেক দূরে – সব সব
আমার জন্ম ভিটা, গর্ভচিহ্ন, মাটির স্পর্শ
স্নেহশীল বৃক্ষের শীতল ছায়া – ডালপালা
শৈশবের কোলাহল – কৈশোরের উন্মাদনা
যৌবনের বসন্তের যন্ত্রনা – সব সব।
সব কিছু দূরে সরে যাচ্ছে – সব সব
আমি প্রবল স্রোতের টানে তলিয়ে যাচ্ছি
চারি দিকে ছড়িয়ে যাচ্ছে আমার শৈশব-কৈশোর
আর যৌবনের সব স্মৃতি।
আমি তলিয়ে যাচ্ছি – তলিয়ে যাচ্ছি
গভীর অতলে।।
—-:: – ::—-
কবিতাটা পড়ে খুব সুন্দর লাগলো