শহরের বায়ুদূষণ শীতকালেই বেশি থাকে
অধ্যয়নে দেখা গেছে যে কলকাতার লোকদের ফুসফুসের গড়পড়তা স্বাস্থ্য গ্রাম বাংলায় বসবাসকারীদের তুলনায় সাত গুণ খারাপ। শহরের মারাত্মক বায়ু দূষণই এর কারণ। বাতাসে ভাসমান কণার বিচারে কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটা।
কলকাতার এই দূষণ আবার সবচেয়ে বেশি থাকে শীতের মরশুমেই, নভেম্বর থেকে ফেব্রুয়ারি চার মাস। অন্য অনেক বড়ো শহরেও এরকমই হয়। তাই এই সময়টাতে শহরবাসীদের বায়ু দূষণ সম্পর্কে একটু বেশি সাবধান থাকা দরকার।
কলকাতায় বায়ুদূষণ:
প্রধান প্রধান দূষক
কলকাতায় সবচেয়ে বেশি চিন্তা PM10 ও PM2.5 নিয়ে (পারটিকুলেট ম্যাটার টেন এবং টু-পয়েন্ট-ফাইভ)। এগুলো হলো বাতাসে ভাসমান নানারকম সূক্ষ্ম কণা, যাদের ব্যাস যথাক্রমে ২.৫-১০ মাইক্রোমিটার এবং ২.৫ মাইক্রোমিটারের কম। এছাড়া বাতাসে ভাসমান বিভিন্ন ধাতুর কণা, যেমন লেড, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, জিংক ইত্যাদিও বিপজ্জনক। কলকাতার বাতাসে নাইট্রোজেনের অক্সাইডও প্রায়শই নিরাপদ মাত্রার থেকে বেশি থাকে। অন্যান্য বায়ু দূষকের মধ্যে আছে সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি।
দূষণের উৎস
কলকাতায় বায়ু দূষণের বড়ো উৎস যানবাহন ও কলকারখানা। শহরের যানবাহন অনেকাংশে পেট্রল ও ডিজেল চালিত, এগুলোর প্রযুক্তি পুরোনো আমলের। তার ওপর এখানকার রাস্তাগুলো ভীড়াক্রান্ত থাকায় যানবাহনের গতি কম। এসবই যান জনিত দূষণ বেশি হওয়ার কারণ। তাছাড়া বজ্য জ্বালিয়ে পরিবেশ দূষণ। কলকাতা শহরতলীর যাবতীয় ময়লা আবর্জনা প্লাস্টিক ইত্যাদি পৌরসভার বা কর্পরেশনের গড়িয়ে করে নিদ্দিষ্ট অঞ্চলে ফেলা হয়, তারপর সেগুলো পোড়ানো হয়। এর থেকেও মারাত্মক দূষণ তৈরি হয়।
এভাবে শহরের বায়ু দিনে দিনে দূষিত হয়ে পড়লে তা আমাদের প্রশ্বাসের অযোগ্য হয়ে উঠবে। আমাদের দূষণ সংক্রান্ত দ্রুত সতর্কতার সাথে কোনো বিকল্প রাস্তা খুঁজতে হবে। সরকারি মহল থেকে হোক বা কোনো সামাজিক সংস্থার মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
–~০০০XX০০০~–
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.