“সবাই বুঝতে ব্যর্থ!
বিদূষক বলে অর্থ!”
প্রেমাঙ্কুর মালাকার
প্রদর্শনীতে, তিন খানা ছবি,
ছিলো পরপর রাখা-
মুখের আদল, তিনটিতে এক,
এক শিল্পীর আঁকা!
প্রথম ছবিতে,একটি মানুষ,
ভারী চিন্তিত মুখ!
দ্বিতীয় ছবিতে,সেই লোক শোকে,
চাপড়ে চলেছে বুক!
তৃতীয় ছবিতে,একটি মানুষ,
পরমানন্দে নাচে!
মানব মনের, কি তিন বিষয়?
ছবিতে লুকিয়ে আছে?
রাজাও অবাক!থমকে গেলেন,
সেই তিন ছবি দেখে-
ছবি তিনটির, অর্থ বলুন?
মন্ত্রীকে বলে ডেকে!
মন্ত্রী ব্যর্থ!সভাসদ, কবি,
এলেন দার্শনিক –
এলো বিজ্ঞানী, সবাই ব্যর্থ,
অর্থ বলতে ঠিক!
রাজা ডাকলেন,বলো বিদূষক,
অর্থ গেলোকি বোঝা?
বুঝি মহারাজ!জটিল তো নয়,
অর্থ সরল সোজা!
বিদূষক বলে, তিনটি ছবিযে,
বিবাহ বিষয়ে আঁকা-
প্রথম চিত্র,বিবাহ-পূর্ব,
চিন্তার মেঘে ঢাকা!
বিয়ে করবো কি?বিয়ে করবোনা?
মানুষের দোনোমনা –
প্রথম চিত্রে,শিল্পী করেছে,
শুধু তাই বর্ণনা!
বিবাহের পরে, দশা ফুটিয়েছে,
দ্বিতীয়তে বিলকুল!
হায় ঈশ্বর! কেন করলাম?
একি করলাম ভুল?
তৃতীয় চিত্রে,শিল্পী বলছে,
স্ত্রীর মৃত্যুর কথা-
পুরুষ খুশিতে, নৃত্য করছে!
অখণ্ড স্বাধীনতা!
—oooXXooo—