“ব্যক্তিগত তুমি”
○●○●○●○●○
–:: চন্দ্রানী গোস্বামী ::–
তুমি আসছো না আমার শহরে, বহুদিনই আসছো না
অথচ তোমায় নিয়ে আমি ভাবি,
যখন তোমায় আঁকি এক অদ্ভুত প্রশান্তির ছবি তুলি ছুঁয়ে যায়
ভালোবাসা ঘিরে ধরে আমায় কিন্তু ক্যানভাসে ভালোবাসার কোনও রং নেই,
তিলফুলের থেকে শুয়োপোকা বেড়িয়ে প্রজাপতি হয়ে উড়ে যায়
টের পাই ঘামে জবজবে আমার মুখটা মুছে দেয় এক পাখি
ব্যাধ, যতোই তূনে তীর সাজাও না কেন
ডারউইন ফিরেছিলো, পাখিও একদিন ফিরবেই
জানি পাখিরা নীচু হয়ে কখনোই বাঁচতে পারে না।
আমি এখনো আঁকি তোমার মুখ আমার শহরে,
আজও পাখির অপেক্ষা প্রশান্তি হয়ে ছুঁয়ে যায়
আমি আদ্যন্ত ফকির এক কবিতা প্রেমিক হয়ে উঠি।
○●○●○●○●○