“রবীন্দ্রনাথ বলে; কিরাখা বগলতলে?” (ধ্রুপদী কৌতুক)
প্রেমাঙ্কুর মালাকার
“বিচিত্র” নামে সাহিত্যসভা
চলতো অধিবেশন ;
কিছুদিন শুরু সদস্যদের
পাদুকা অপহরন।
শরৎচন্দ্র সভায় এলেন
যদি জুতো হয় চুরি!
সন্তর্পণে বগলে পাদুকা
রাখেন কাগজে মুড়ি।
শরৎকাণ্ড ভদ্রলোকের
নজরে পড়তে যথা-
কবিগুরুকেই কানে তুলে দেন
তিনি করে রসিকতা।
হাসতে হাসতে রবীন্দ্রনাথ
বলেন কথার ছলে-
“শরৎ তোমার সন্তর্পণে
কি রাখা বগলতলে?”
শরৎ বলেনা আমতা-আমতা
করে চলে সোজাসুজি!
রবীন্দ্রনাথ হাটে হাঁড়ি ভাঙে
“পাদুকাপুরান বুঝি?”
“পাছে চুরি যায় শরৎ পাদুকা
বগলে রেখেছে ঠেসে”-
এই কথা শুনে জনতা উঠলো
দমফাটা হাসি হেসে!
—oooXXooo—