ভালোবাসা অবিচল নয়কো যেখানে
শ্রী নীলকান্ত মণি
ভালোবাসা যেখানে অবিচল
সেখানে ঝি অর্থাৎ কন্যা কে মেরে
বউকে শেখানোর
দরকার পড়ে কি!?
আমার ধারণা, পড়ে না৷
শুরু থেকে শেষের প্রাক মুহূর্ত পর্যন্ত
খাচ্ছিলাম পরম তৃপ্তিতেই৷
শেষ পাতে দেওয়া দই
এতই খারাপ যেন নুন ছাড়া কোন তরকারি৷
পুরো খাওয়াটাই তখন তো মাটি!
তাৎক্ষণিক প্রতিক্রিয়া
যেমন টা হওয়াই স্বাভাবিক
হয়েছেও তাই৷
কোন ভুল নাই
রান্নার হাত অতি সুন্দর
পরিবেশনায় তেমন কোন ত্রুটিও নাই
তবে, মুখে অস্বীকার যতোই করা হোক না কেন
তাতে প্রতিস্পর্ধী হওয়ার জুগুপ্সা
ঢাকা পড়েছে কি!?
পড়েনি, বোধ হয়৷
অবশ্য, তেমন টা ইচ্ছেও নয়৷
এসব ক্ষেত্রে আমার প্রতিক্রিয় যেমন টা হয়
হয়ে থাকে
অবশ্যই দুঃখ পাই মনে
হয়তো কখনো বা ঘটে অশ্রু পাত,
তবে সংগোপনে!
কোন ক্রোধ নয়,
আফশোষ হয়, হই লজ্জ্বিত,
অভিপ্রেত
সব ভালো করে এসে, শেষ টানে,
অনিচ্ছা সত্বেও আপন ত্রুটির কারণে,
যদি কখনো কারো
অতৃপ্তির কারণ হয়ে থাকি!
মশকিল হচ্ছে কি
প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ ও মমতা
শ্রদ্ধা বিশ্বাস
উৎসর্গীকৃত সকল বসনা
সুকুমার বৃত্তি গুলি সব
পুরো অনুভবটাই দাবী করে বসে;
অর্ধেক দিতে না দিতেই জীবন ফুরিয়ে যায়
অসার্থক জীবন
তাই আসে ফিরেফিরে এই বিকিকিনি হাটে
বারেবারে
ষড়রিপু-দাস হয়ে অনন্তকাল ধরে শুধু
অতৃপ্ত পথ হাঁটে!
জীবনে
প্রেমও আসে৷
এ জীবন যদিও বড়ো ছোটো
তবুও দু’হাতের ঘেরে কখনও
ধরা দেয় নাকো৷
নিজেকে ভালোবেসে তাই তার সাধ নাহি মেটে!
—oooXXooo—