“অন্য আনন্দ”
✍️শিব প্রসাদ হালদার
সেই ছেলেটি সবে কৈশোর পেরিয়ে যৌবনে,
উৎসবের দিনে অন্য দশ জনের মত
উদ্ভুত আনন্দ তাকে করে না স্পর্শ।
নতুন বস্ত্রে অঙ্গ সাজিয়ে
মণ্ডপে মণ্ডপে ঘুরে দ্যাখে না সুসজ্জিত সজ্জা।
শুধু খুঁজে বেড়ায় তাদের-
যারা আজ এই উৎসবের আনন্দ উল্লাসে বঞ্চিত!
বুকভরা ব্যথা নিয়ে ফুটপাথে ঘুরে বেড়ায়-
ক্ষুধার জ্বালা নিভাতে
দু হাত পেতে ফুটো থালা নিয়ে কিছু পাবার আশায়।
ওরা লজ্জা নিবারণে লজ্জা পায় আরও-
যখন বস্ত্র বিতরণের বিক্ষিপ্ত ঠেলায়
হারিয়ে যায় ওদের শতছিন্ন আবৃত মলিন বসন!
চলন্ত পথে উঁকি মেরে কেউ দেয় কিছু-
কেউ বা ফিরিয়ে নেয় মুখ।
কিন্তু-সেই ছেলেটি
সাধ্যমত সযত্নে সঞ্চয়ের সবটাই এদের দিয়ে
পায় শুধু ওদের নিরানন্দ নিরসনের নিমিত্তে
অসামান্য অনুভূতির মাঝে-
সামান্য হলেও অকৃত্রিম ভালোবাসার
এক অনন্য-অন্য আনন্দ—-!
—oooXXooo—