শ্রাবণ বুকে…
শ্যামাপ্রসাদ সরকার
বুকের মধ্যে বসত করা
শ্রাবণ মেঘে আধেক ছোঁয়া
রঙীন রুমাল হাত খানি তার
চোখের জলে ভিজতে চাওয়া।
নাম মনে নেই, কোন সে ডাকে
ডাকতাম সেই, নত চিবুকে
বৃষ্টিমাখা ঠোঁটের ফাঁকে
অনেক ফাগুন, বর্ষা বাদল
সবই ছিল অদলবদল !
শেষের আগে শেষ টা ছিল
আবেগভরাই এলোমেলো
হাতটা ছিল মুঠির ভিতর
হৃদয় তখন ফেলছি উপড়!
শ্রাবণ ছিল সেই দিনে কি
বৃষ্টি ছিল? কি জানি কি
কান্না ছিল, মনের ভিতর?
বুকের মধ্যে রেশমী রুমাল
বুকের মধ্যে মন বেসামাল,
সেদিন না কি শ্রাবণ ছিলো,
বাদলধারায় এলোমেলো !
এখন যদি শ্রাবণ ফেরে
অনেক কালের গল্প ছেড়ে
কি বেদনাই অজোর ধারায় মেশা!
একলাযাপন, আমার শ্রাবণ
বুকের মধ্যে বৃষ্টি পোষা !
রুমাল ছিল রঙীন কভু
চোখের কোলেও কাজল ছিল,
তবুও সবই মিটল সেদিন,
শ্রাবণ যেদিন, এলোমেলো !
—oooXXooo—