রিম ঝিম
রণজিৎ মন্ডল
রিম ঝিম বৃষ্টি চলছে দিন রাত
নেই আর মানুষের ব্যস্ততা,
ঘরে বসে একাকি অসুস্থ শরীরে,
দেখি শুধু প্রকৃতির শূন্যতা !
মানুষের কোলাহল, রাস্তায় নেই ঢল,
সবুজেরও দেখি আজ নীরবতা,
কোথায় হারিয়েছে সব গাড়ি, টোটো,
অটো আজ, অফিস কাছারিতেও নেই
ব্যস্ততা !
কোথাও ভেসেছে নদী দুকূল ছাপিয়ে,
কোথাও শুকায় নদী জলাভাবে হাঁপিয়ে,
রিম ঝিম বৃষ্টি আনিছে কী বারতা!
জানালায় চোখ রেখে, কাকেদের ভেজা
দেখে, বেদনায় ভরে যায় আত্মা।
এক হাটু জল জমে রাস্তাই নদী হল,
নামলেই রাস্তায় সবকিছু ভিজে গেল,
নামেই রয়েছে হাতে পুরানো এক ছাতা।
গিন্নি বলে ডেকে খাবে না কি চা আবার,
এখনো রয়েছে ঘরে দার্জিলিং চা পাতা।
গরম চায়ের কাপে চুমুক দিয়েছি সবে,
হুড়ুম হুড়ুম করে মেঘ ডাকা শব্দে, বলি
এবার সব যাবে!
অফ কর মেন সুইচ, আবার বজ্রপাত,
শেষ হওয়ার আগেই কথা।
নিন্মচাপে দেখি সবাই পড়েছে চাপে,
জানিনা প্রকৃতির কি আছে ফাঁদ পাতা!
বরুণদেবের আজ এ কি করুণ দশা,
নাগালের বাইরে ফকির বাদশা,
সকলেই চুপ চাপ বৃষ্টির ঝুপ ঝাপ,
বজ্রপাতের শব্দে যায়না কান পাতা!
—ooXXoo—