“জাগরনে নয় স্বপনে”
রণজিৎ মন্ডল
যারে হেরি নাই চেয়ে মুখপানে
বলি নাই কথা কোনখানে,
অনুভবে পাই যেন দিবা নিশি
মম হৃদয়ে, ক্ষণে ক্ষণে।
বসন্তে হেরেছি দিগন্তে দিগন্তে
লাল পলাশের সনে,
খুজেছি কুহু ডাকে পলাশের ফাঁকে, কাটিছে কত যামিনী,
আসিছে ভাসিয়া দক্ষিণবায়ে
তারই বিরহ গানে।
অবশ মনেতে বিবশ ক্ষণেতে
অকরূণ মায়া জড়ানো মনেতে,
হেরিনু ফিরে হৃদয় কোণে।
হয়নি কথা তার সনে, কোনখানে।
তিলে তিলে মনের ঝিলে
বেধেছিল বাসা বিরাগ দহনে,
জানিনা কখন গোপনে।
মরিচিকা সম ভ্রমিয়া মম
হারাইছে যেন ছায়া সমীরণে,
নীরহারা নিলীমায় আপন মনে,
যারে হেরি নাই, কভু শুনি নাই
পেয়েছি তারে হৃদয় গহনে
জাগরনে নয় স্বপনে।
যারে হেরি নাই চেয়ে মুখপানে !
আজও বুক ফাটে,
অনিদ্রায় কাটে, স্বপণে ডাকে
সাগর তটে,
বিরহ ঢেউয়ে সাথি করে মোরে
ভাসিয়া দুলিছে শেষের ক্ষণে
সহিয়া ব্যাথা নীরবে,
তুমি রবে কি না রবে,
মিলাবে মিলিবে বিরহ সহিবে
জাগরনে নয় স্বপনে !
—ooXXoo—