জীবনটা গল্প নয়
মৃনাল কান্তি বাগচী
———————
জীবনটা মোটেই গল্প নয়
সেখানে থাকে কঠিন বাস্তব,
থরে থরে সাজানো থাকেনা
বাঁচতে গেলে লাগে যে সব।
বাঁচতে গেলে জীবনে
স্বপ্ন থাকা স্বাভাবিক,
কখনো সে স্বপ্ন
হওয়া উচিৎ নয় অত্যধিক
কাল্পনিক।
গল্পের গরু গাছে ওঠে
সবাই আমরা জানি,
কল্পনাতীত স্বপ্ন দেখলে
জীবনকে করে হানি।
স্বপ্নের সঙ্গে চাই
স্বপ্ন রূপায়নের প্রচেষ্টা,
কর্ম সঠিক করলে
ফল দেন বিশ্ব স্রষ্টা।
কর্মের সঙ্গে স্বপ্নের
থাকে যদি সামঞ্জস্য,
স্বপ্ন আর স্বপ্ন থাকেনা
বাস্তবতায় জীবনে আসে
বিজয় বার্তা।।।
——–#####——-