বাংলা আমার বাংলা তোমার, সে যে সকল বঙ্গবাসীর, বাংলা নিয়ে গর্ব মোদের, বাংলা গর্ব ভারতবাসীর। এই মাটিতে ফলেছে ফসল হলুদ সবুজ বরণ, গাছে গাছে হেথা রঙিন পুষ্প করে সকলের মন হরণ।
বাংলা মানেই রবীন্দ্রনাথ,নজরুল, সুকান্ত হেমকে জানি, বাংলাকে বোঝে জীবনানন্দ, বঙ্কিম, মাইকেল, রাধারানী। চারণকবি ,বাউল লালন গেয়েছিল বাংলার রূপ-মাধুর্য্য, বিশ্ব দরবারে পেয়েছিল স্থান বাংলার স্থাপত্য-ভাস্কর্য ।
বাংলার শিল্প-সংস্কৃতি, ঐতিহ্যবাহী আলপনা-নকশি কাঁথা, বিশ্ব জুড়ে বাংলা রেখেছে আপন স্বাতন্ত্রের স্বাক্ষর ও গাঁথা। ইংরাজী শিখি, শিখি জৈন, পার্সি বা চীনা-জাপানী তবুও কখনও ভুলবো না মোরা মোদের বাংলা ভাষাটি।
এ যে মোদের গরব মোদের আশা মোদের ভালবাসা কথা বললে যেন মুক্তা ঝরায় মোদের বাংলা ভাষা। বাংলায় হাসি বাংলায় কাঁদি বাংলায় করি যত বকাবকি কষ্ট হলে দুঃখ পেলে শত বেদনাতে বাংলায় মা’কে ডাকি।
এই বাংলার বুকে বয়ে চলেছে খরস্রোতা নদী গঙ্গা, পদ্মা, তিস্তা, বরাকর বয়ে যায় নিরবধি। হেথা পাখিদের কলতানে প্রভাতে জেগে ওঠে সব ঘুমায় যবে পাখিরা বাসায় ফেরে করে কলরব।
বাংলার সেই রূপ লাবণ্য জীর্ণ হয়েছে আজ চির সবুজ বাংলার রূপ দূষিত হয়েছে আজ, জীবন যৌবন আজ লুটায় পথের পরে ন্যায্য দাবির অধিকার আজ গুমরে গুমরে মরে।
করে হানাহানি, করে মারামারি ভায়ে ভায়ে লাগে দ্বন্দ্ব নারীর সম্মান কলুষিত হয়ে সামনের পথ বন্ধ। চাকুরী জীবীরা চাকুরী হারায়ে অভাবে দিন গণে গরীবের রক্ত শোষণ করে রাজ করে মসনদে।
জাগ্রত হোক নওজোয়ান আর পুরুষ-নারী সমান জাগ্রত হোক অভিমান ভুলে মানুষের সম্মান। নতুন প্রভাতে নতুন সূর্য উঠবে আবার জানি বাংলা আবার হবে ঊর্ধমুখী- এই কথাটাই মানি।