বিরহ
রণজিৎ মন্ডল
তুমি কি পেরেছ দিতে আমায়
তোমার করুণায়,
আমি যা চেয়েছিলেম তোমার
আগমনি বারতায়।
এসেছিলে তুমি আমার সাজানো
ফুলের বাগিচায়,
থরে থরে সব রেখেছি সাজায়ে
এ ধরার আঙিনায়।
চেয়েছিলাম আমি শান্তীতে
থাকো আমারই তরু ছায়ায়।
কত নদীপথ, কত বনমালা
কত পাহাড়ের শীতল ঝরনায়,
হারায়েছ তুমি আপন লীলায়,
পলাশের লাল দিয়েছি বসন্তে
রাঙাতে ও মন রাঙাতে তোমায়।
দাওনি তুমি নিয়েছ শুধু
তাই তো হারিয়ে যায়।
যে আকাশ ভরে দিয়েছি বাতাস
রুদ্র রাগিনি বৈশাখে হায়,
সে আকাশে আমি দিয়েছি মেঘ
ঝরিতে বরষায়।
শুকনো পাতার মর্মরবাণী
নিশিদিন যদি করে কানাকাণি,
কান পেতে শোনো বাজিছে বাশি
আষাঢ়ের সবুজ পাতায়।
তুমি তো পারনি রাখিতে ধরে
বাগিচার ফুল তোমারি শয্যায়।
শরতে আমি আসি বার বার
আশা নিয়ে তব করুণা পাবার
চেয়ে দেখি চলে এ কি অনাচার,
আমার বাগিচাময় !
আমার বলিতে নাহি কিছু আর
হয়ে গেছে যেন সব ছারখার
তোমার অবহেলায়,
কত ভালোবাসা দিয়েছি তোমায়
আলো বাতাস আর তরুর ছায়ায়
সে কেন কাঁদে আজ বেদনায়,
বলো গো তুমি বলো না আমায়।
আকাশে বাতাসে পাহাড়ে সাগরে
বিদায়ের গান করুণ সুরে
কেবলই বাজিয়া যায়,
এনেছি আমি এসেছি আমি
সৃষ্টির মহিমায়।
সইতে পারি না এতো অবহেলা
এতো কামনার বিরহ জ্বালা,
ঝরিছে অশ্রু হায়।
নেই আর আশা নেই ভরসা
তোমার ভালোবাসায়,
ভয়াল ভয়ঙ্কর নিষ্ঠুর আমি
ত্যাজিলাম তোমায়।
—ooXXoo—