থাইল্যাণ্ড, সে স্বপ্ন-ভ্রমন
শ্রী নীলকান্ত মণি
বাঃ, খুব সুন্দর সংবাদ!
কয়েক দিন থাকবে না
এই কথা
বলে ছিলে বটে!
যাচ্ছো কোথায় উহ্য রেখেছিলে
সম্ভবতঃ চমকে দেবে বলে!
আগে তা জানালে
শুভেচ্ছা জানাতাম তোমার ও সফরে
সাধতাম না কোন প্রকারে ই
কোন বাধ!
অবশ্য এটা ঠিকই
চমকানো টা নিশ্চিৎ ই
পড়ে যেতো বাদ৷
তাই, না জানিয়ে প্রকারান্তরে
করেছো ভালো কাজ!
এখন, সেই সংবাদ দিয়ে
সত্যিই তুমি
যারপরনাই চমকে ই দিলে!
লাগছে খুব ভালো!
যতদূর মনে পড়ে
এক কালে, বোধ হয়
ওর নাম ছিল
শ্যামদেশ!
এখন থাইল্যাণ্ড, সে স্বপ্ন-ভ্রমন!
দেখলে কেমন!
জানো একদিন
এই দেশ
তখন নিত্য কথন ছিল
ভারতের বাণিজ্য জগতে!
শ্যাম, কম্বোজ, সুমাত্রা, জাভা
আরো কত নাম
ছিল সেই
বাণিজ্য তালিকাতে!
ভারতের জয়যাত্রা ছিল অব্যাহত!
আজ সব ইতিহাস
ভারতের বাণিজ্য জগৎ
হয়েছে হতমান!
এবে ছাড়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস!
যা হোক তা হোক,
লেখনীর মুখে
সে দেশের বর্তমান কল্প-চিত্র
চিত্রিত কর যদি
তোমার চোখের আলোয়
আমরাও সে দেশটাকে
দেখে নিতে পারি
পাখির চোখ করে!
দাও তা বিলিয়ে
বোধের আলোকে পাওয়া
চিত্র সে বিতরিত
আনন্দ অনাহত!
রেখো না গুটিয়ে হাত!
বিলম্ব কোরো না একটুও!
পরিবেশন হোক গরমা-গরম
এতে মানবো না কোনো প্রতিবাদ!