দূষণ বিরোধী বাণী!
শোনাচ্ছে জার্মানি!!
প্রেমাঙ্কুর মালাকার
আনব চুল্লি, বাতিল করলো,
জার্মানি চিরতরে –
জার্মান বাসি আনন্দে নাচে!
উল্লাসে থরে থরে!
বিশ্ব ভোলেনি, চেরনোবিলের,
ধ্বংস লীলার কথা;
জাপানে ওসাকা, আনব- চুল্লি,
ধ্বংসে-বীভৎসতা!
বিশ্ব চায়না, পৃথিবীতে আর
পরমাণু বিদ্যুৎ –
আনবিক নয়, মহা দানবিক,
ধ্বংস-যজ্ঞে দূত!
দূষণের বিষে, বিশ্বে বাড়ছে,
সমানে উষ্ণায়ন ;
মেরুর জমাট, বরফ গলছে,
কোটি কোটি টনটন!
এর পরিণতি, সারা বিশ্বের,
মহা সমুদ্র ফুলে –
দ্বীপ বন্দর, কতো না নগর,
ডুবে যাবে উপকূলে!
এখনো সময়, রয়েছে বাঁচার,
টানো দূষণের রাশ;
নয় আমাদের, এই নীল গ্রহে,
ঘনাবে সর্বনাশ!
রাজনীতিবিদ, হারিয়ে ফেলো না,
জ্ঞান টুকু হিতাহিত –
দূষণ বিরোধী, নানা প্রকল্পে,
জার্মানি গড়ে ভিত!
ওরা অচিরেই, ও দেশে চালাবে,
ব্যাটারি চালিত গাড়ি ;
তার ফলশ্রুতি,দূষণে দেশের,
বাতাস হবেনা ভারী!
সোলার প্যানেলে, বিদ্যুৎ হবে,
ওদেশে উৎপাদন –
জীবাশ্ম জ্বেলে, কয়লা বা তেলে,
বাড়াবেনা প্রদূষণ!
—ooXXoo—